ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

আবারও নতুন করে দুজন করোনা রোগী শনাক্ত চীনে

মহামারি করোনার উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রকোপ শূন্যে নেমে এসেছিল। তবে এবার আবারও নতুন করে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন চীনে।

রোববার চীনা কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসে দুজন নতুন সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন জার্মানি থেকে চার্টার্ড ফ্লাইটে আসা কভিড-১৯ এর লক্ষণবিহীন এক ব্যক্তি। এ ছাড়া  চারটি নতুন 'অ্যাসিমপটোমেটিক' সংক্রমণ ঘটেছে বলেও জানায় চীনা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শানডং প্রদেশে শনিবার দুটি নতুৃন সংক্রমণ হয়। সেখানে আগের দিনে আরও চারজন সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে।

অন্যদিকে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) শনিবার তিনটি নতুন 'অ্যাসিমপটোমেটিক' সংক্রমণের বিষয় নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর পৃথিবীর প্রায় সকল দেশ মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়। 

ads

Our Facebook Page